পাত্রী খুঁজছেন আমির খান? তৃতীয়বার বিয়ে নিয়ে কী জানালেন অভিনেতা?
#AamirKhan#BollywoodSuperstar#PersonalLife#ThirdMarriage#CelebrityInterview#AamirOnMarriage#BollywoodNews#LifeAfterDivorce#FamilyFirst#FindingHappiness#CelebrityRelationships#AamirKhanInterview#PodcastRevelations#BollywoodGossip#aamirkhanfans#asianews
বলিউড সুপারস্টার আমির খান সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবনের জন্যই বেশি শিরোনামে। তিনি এর আগে দু’বার বিয়ে করেছিলেন। ১৯৮৬ সালে রীনা দত্তের সঙ্গে তাঁর প্রথম বিয়ে হয়েছিল। তাঁদের দুই সন্তানও রয়েছে। জুনায়েদ এবং আইরা। ২০০২ সালে, অভিনেতার প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছিল। এবং তারপরে কিরণ রাওয়ের সঙ্গে দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধেন। সারোগেসির মাধ্যমে তাঁদের একটি পুত্রসন্তান হয়েছে। যার নাম আজাদ। কয়েক বছর পর, আমির এবং কিরণের সঙ্গে সম্পর্কের অবনতি হয় এবং তাঁরা ২০২১ সালে আলাদা হয়ে যায়। রিয়া চক্রবর্তীর পডকাস্টে চ্যাপ্টার ২-এ আমির তাঁর তৃতীয় বিয়ের কথা বলেছেন।
আমির খানের মতে, বিয়ে একটি ক্যানভাস এবং এটা নির্ভর করে দু’জন মানুষের উপর তাঁরা কী ভাবে আঁকবেন। একটি সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞেস করা হয়, ‘তিনি কি আবারও বিয়ের পিঁড়িতে বসতে চান?’ জবাবে আমির বলেন, ‘আমার বয়স এখন ৫৯ বছর। আমার মনে হয় না আমি আর বিয়ে করতে পারব। আমি আমার পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটিয়েছি। আমার সন্তান রয়েছে এবং আমার ভাই-বোনও রয়েছে।’
একজন ভালো মানুষ হওয়ার জন্য কাজ করা
সঞ্চালক রিয়া তাঁকে বলেন, ‘আমির খান পাত্রী খুঁজছেন এমন বিজ্ঞাপন যদি দেওয়া হয়?’ অভিনেতা বলেন, ‘এই মুহূর্তে না। আমার কাছের মানুষদের সঙ্গে থাকতে পেরে আমি খুব খুশি। আমি একজন ভালো মানুষ হওয়ার জন্য কাজ করছি
+ There are no comments
Add yours