পারদ নামল ১৮ ডিগ্রিতে, কুয়াশার চাদর আট জেলায়, শীতের আমেজ বঙ্গে
আরও কমল কলকাতার তাপমাত্রা। মঙ্গলবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮-য় নেমেছে। পাশাপাশি, আলিপুর জানিয়েছে, আগামী কয়েক দিন কুয়াশায় ঢাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গের আট জেলা।তবে আগামী পাঁচ দিনে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বঙ্গের সব জেলায় আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরের জেলাগুলির মধ্যে দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে আগামী দু’দিন হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দু’তিন দিন হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, দুই ২৪ পরগনা এবং পুরুলিয়াও।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম। সেই তুলনায় আজকে আরও নেমেছে পারদ। মঙ্গলবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮.০ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার দিনভর পরিষ্কার থাকবে কলকাতার আকাশ। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, তা-ও স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি কম।