পার্কে দরজার সামনে পড়েছিল এক খন্ড মার্বেল মূর্তি ২৭ কোটির দাম উঠতে পারে এই মূর্তির

এক টুকরো মার্বেলের দাম উঠল ২৭ কোটি টাকা। কেনার সময় যার দাম পড়েছিল মাত্র ৫০৬ টাকা! মজার কথা, বহু বছর ধরে এই দামি মার্বেল মূর্তিটি অবহেলায় পড়েছিল পার্কের দরজার পাশে। দরজা বন্ধ করার জন্য এটি ব্যবহার করা হত। সেই মূর্তির দাম যে কয়েক কোটি টাকা হতে পারে তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি কেউ।
সংবাদসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মার্বেলের মূর্তিটি কোনও একটি বাড়ি থেকে সরানো হয়েছিল। ইনভারগর্ডন কমিউনিটি কাউন্সিল ১৯৩০ সালে এটি কিনেছিল বলে জানা গিয়েছে। তার পর থেকে এটি একটি উদ্যানের দরজার পাশে বসানো ছিল। পরে জানা যায় এটি ১৮ শতকের প্রথম দিকে ফরাসি ভাস্কর অ্যাডাম বোচার্ড তৈরি করেছিলেন। মূর্তিটি সেই যুগের বিখ্যাত জমিদার ও রাজনীতিক জন গর্ডনের।
মূর্তিটির গুরুত্ব জানতে পারার পর এটিকে বিক্রির চেষ্টা করেন কাউন্সিল কর্তৃপক্ষ। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। প্রতিবেদনে বলা হয়, আদালত এখন মূর্তিটি বিক্রির অনুমতি দিয়েছে। স্কটিশ হাইল্যান্ড কাউন্সিলের এক মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন যে, মূর্তিটির নিলাম হলে এর দাম ২৭ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। এক জন ক্রেতা এটি কেনার জন্য যোগাযোগ করেছেন বলেও জানা গিয়েছে। তিনিই এই পরিমাণ মূল্যের প্রস্তাব করেন। কাউন্সিল কর্তৃপক্ষ সেই প্রস্তাব গ্রহণ করেননি। এখন তাঁরা মার্বেল মূর্তিটির জন্য একটি যথাযথ নিলামের পরিকল্পনা করছেন।
২০১৮ সালে ঠিক এমনই একটি ঘটনা প্রকাশিত হয়েছিল। সেন্ট্রাল মিশিগান বিশ্ববিদ্যালয়ে একটি শিলা পাওয়া গিয়েছিল যা প্রাথমিক ভাবে একটি সাধারণ পাথর বলে মনে করা হয়েছিল। সেটিও দরজার আটকানোর বস্তু হিসাবে ব্যবহৃত হয়েছিল। কয়েক দশক ধরে কেউ পাথরটির তাৎপর্য বুঝতে পারেননি। পরে গবেষকেরা জানান, এটি একটি বিরল উল্কাপিণ্ডের অংশ। পরবর্তীতে এটি প্রায় ৬৩ লক্ষ টাকায় বিক্রি হয়।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author