পাহাড় এ ভ্রমণের নেশা থাকে অনেকের, পাহাড়ই ছিল স্বপ্ন আর সেই পাহাড়ই কাড়ল প্রাণ। সুব্রত প্রামানিক এবারেও পাহাড়ে গিয়েছিলেন ট্রেকিং কিন্তু না ফেরার দেশে চলে গেলেন ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরির কর্মী বছর আটচল্লিশের সুব্রত প্রামাণিক। জগদ্দলের পঞ্চাননতলার বাসিন্দা সুব্রতবাবু কাজের ফাঁকে প্রতি বছরই পাহাড়ে ট্রেকিং করতে যেতেন। এ বার তাঁর গন্তব্য ছিল হিমাচলপ্রদেশের মাউন্ট সিন্ধুন ওয়েস্ট পাহাড়।
সঙ্গে ছিলেন তাঁর আরও পাঁচ সহযাত্রী। ১৩ অগস্ট বাড়ি থেকে রওনা দেন তাঁরা। বেস ক্যাম্পে পৌঁছন ১৮ অগাস্ট। পৌঁছে স্ত্রী ও একমাত্র কন্যা সহ পরিবারের বাকিদের সঙ্গে ভিডিও কলে কথাও বলেন পাহাড় প্রেমী সুব্রত প্রামানিক। বেস ক্যাম্প থেকে প্রকৃতির অপরূপ দৃশ্য মোবাইলে সকলকে দেখান তিনি হঠাৎ ঘটে বিপত্তি
১৯ অগাস্ট বেস ক্যাম্প থেকে সামিট করার উদ্দেশ্যে রওনা দেন। জানা যায়, ২১ তারিখ ট্রেকিং করে পাহাড়ে ওঠার সময় তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। এর পরই শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে, চিকিৎসার জন্য সেখান থেকে তাঁকে নিচে নামানোর চেষ্টা করা হলেও, শেষরক্ষা হয়নি। চিকিৎসক তাঁকে মৃত্ বলে ঘোষণা করেন।
You must be logged in to post a comment.
+ There are no comments
Add yours