পাহাড়ে এবার কর্মসংস্থান হোম টুরিজমের উপর বিশেষ নজর নবান্নের

হোম ট্যুরিজম কে লক্ষ্য করেই উত্তরবঙ্গে এবার কর্মসংস্থানের সুযোগ করতে চলেছে রাজ্য সরকার। সামনে রয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। আর সেখানে রাজ্যের পাহাড়ি অঞ্চলের হোমস্টের সাফল্য তুলে ধরা হবে শিল্পপতিদের সামনে। সেই জন্যই উত্তরবঙ্গের উন্নয়ন করতে একাধিক পদক্ষেপ করতে চলেছে রাজ্য পর্যটন দপ্তর। 
এই নিয়ে নবান্নে তরফে পাহাড়ি হোমস্টে গুলিতে ঠিকঠাক পরিকাঠামো রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।। শুধু তাই নয় এই বিষয়ের উপর নজর রাখতে শীঘ্র সমীক্ষার কাজ শুরু করে দেবে আবার রাজ্য প্রশাসন। এই মর্মে শুক্রবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রাক প্রস্তুতিতে শিল্পকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন এবার থেকে বাংলার হোম স্টে গোটা দেশের রোল মডেল হয়ে উঠছে। আর তাতেই বাংলা জুড়ে হচ্ছে কর্মসংস্থান। 

পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বাংলায় মোট হোমস্টের সংখ্যা ২১৯৮ টি।আর সেগুলি মূলত কালিম্পং দার্জিলিং পাহাড় জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের এলাকাগুলি। এরমধ্যে দার্জিলিং জেলায় রয়েছে ৩১০ টি ।আলিপুরদুয়ার জেলায় ৫৯ এবং জলপাইগুড়িতে ১৩৮টি হোমস্টে রয়েছে। আর তাতেই চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করেন এই হোমস্টে গুলিতে। তাই এই আবহে কর্মসংস্থান বাড়াতে হোমস্টের উপরে বাড়তি গুরুত্ব দিতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়.

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author