
পাহাড়ে প্রবল বৃষ্টির কারণে ধস নামলো। শিলিগুড়ি জেলার লিখুভির এলাকায় 10 নম্বর জাতীয় সড়কে। ধসের কারণে রাস্তা বন্ধ হয়ে যায়, যান চলাচল বন্ধ হয়ে যায়। বেশ কয়েক দিন ধরেই মাঝারি বৃষ্টিপাত চলে, সে কারণেই মাটি আলগা হয়ে এই ধস নামে, বেশ কিছু জায়গাতেই এই ধস নামার খবর এসেছে। তড়ি ঘড়ি প্রশাসন ধস সরানোর কাজ শুরু করেছে। খুব শীঘ্রই যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হবে বলে প্রশাসন জানিয়েছে।