পিলভিটে কর্তব্যরত দুই রেলকর্মীর মর্মান্তিক মৃত্যু, ট্রেনের ধাক্কায় প্রাণহানি

উত্তরপ্রদেশের পিলভিটে মঙ্গলবার একটি মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই রেলকর্মীর। মাঝোলা স্টেশন থেকে মাত্র ৮০০ মিটার দূরে টহল দেওয়ার সময় টনকপুর-মথুরা স্পেশাল ট্রেনের ধাক্কায় কাটা পড়েন তাঁরা। 

*মৃতরা হলেন:* 
– *অমরজিৎ সিং রানা (২৭):* উত্তরাখণ্ডের উধম সিং নগরের বাসিন্দা এবং রেলের স্থায়ী কর্মী। 
– *শিবা:* চুক্তির ভিত্তিতে রেলওয়েতে কাজ করতেন। 

*দুর্ঘটনার কারণ:* 
উত্তর-পূর্ব রেলের ইজ্জতনগর ডিভিশনের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে দুই কর্মী approaching ট্রেনটি দেখতে পাননি। ট্রেনটি অত্যন্ত দ্রুতগতিতে আসায় তাঁরা সরে যাওয়ার সুযোগও পাননি। 

ঘটনার খবর পেয়ে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় সরকারি হাসপাতালে পাঠিয়েছে। এই দুর্ঘটনা রেলকর্মীদের নিরাপত্তার বিষয়টি আবারও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author