প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকার শীঘ্রই সরকারি কর্মীদের বড় উপহার দিতে চলেছে। অনেক রিপোর্টেই এই কথা বলা হচ্ছে। উৎসবের মরসুমের আগেই সম্ভবত সরকারি কর্মীদের মহার্ঘভাতা বাড়াতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর ফলে তাদের মাসিক বেতনও বাড়তে চলেছে, এমনটাই ধারণা করা হচ্ছে।
সংবাদমাধ্যম অনুসারে, কেন্দ্র সরকার খুব তাড়াতাড়ি মহার্ঘ ভাতা বাড়াতে চলেছে। ডিএ বাড়ানোর পাশাপাশি ডিআর বাড়ানোর দিকেও চেষ্টা করবে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের কর্মীরা এখন যেমন ডিআর পান, এখন একইভাবে কেন্দ্র সরকারের অবসরপ্রাপ্ত পেনশনভোগী কর্মীরাও এই ডিআরের সুবিধে পান।

সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে প্রতি বছর দু’বার মহার্ঘভাতার পরিবর্তন করা হয়। প্রথম পরিবর্তনটি বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি থেকে কার্যকর হয়। আর দ্বিতীয় পরিবর্তনটি জুলাই থেকে কার্যকর হয়। জুলাই মাস আগেই পেরিয়ে গিয়েছে, এখন অগাস্ট মাসও শেষের দিকে। আশা করা হচ্ছে কেন্দ্র সরকার খুব শীঘ্রই মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত জানাতে পারে।

মার্চ মাসে মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল

এই বছর ২০২৪ সালে মহার্ঘভাতা একবার ইতিমধ্যেই বাড়ানো হয়েছে। এই বছর মার্চ মাসে মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। তখন কেন্দ্র সরকার ডিএ ও ডিআর দুটিই ৪ শতাংশ করে বাড়িয়েছিল। এর পরেই ডিএ ও ডিআরের পরিমাণ ৫০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। মার্চ মাসে যে বৃদ্ধি ঘোষণা করা হয়েছে তা এই বছর জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে কেন্দ্র সরকার এবার ডিএ ও ডিআর দুটিই ৩ শতাংশ করে বাড়াতে চলেছে। এমন হলে কেন্দ্র সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াবে ৫৩ শতাংশে।

অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে। যেখানে ২০২৬ সালের ১ জানুয়ারি অষ্টম বেতন কমিশন গঠন হবে বলে সবাই আশা করেছিল। ইতিমধ্যেই ২০২৪ সালের জুন মাসে এই নিয়ে সরকারের কাছে আবেদন যায়।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours