পুজোর বাকি মাত্র কয়েকদিন। গত বছর মহালয়ার আগে একাধিক পুজো মণ্ডপের ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। এবারে মুখ্যমন্ত্রী কোন কোন পূজা উদ্বোধন করবেন তার তালিকা তৈরি করতে ব্যাস্ত নবান্ন
পুজোর বাকি মাত্র কয়েকদিন। গত বছর মহালয়ার আগেই ভার্চুয়ালি একাধিক মণ্ডপের পুজোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার পুজো উদ্বোধন নিয়ে বিশেষ সতর্ক নবান্ন। আগামী ২রা অক্টোবর মহালয়ার দিন একাধিক পুজো মন্ডপের ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে এবার কোন কোন মণ্ডপের উদ্বোধন করবেন?
নবান্ন সূত্রে জানা গিয়েছে, এ বিষয়ে এসপি, সিপিদের সঙ্গে কথা বলেই উদ্বোধন এর তালিকা তৈরি করতে হবে। জেলার সিনিয়র জনপ্রতিনিধিদের সঙ্গেও কথা বলতে হবে। তারপরই চূড়ান্ত তালিকা পাঠাতে হবে জেলাশাসকদের।