পুজোর শপিং পন্ড করতে বাড়ছে নিম্নচাপ! ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ ১০ জেলা
#PujaShoppingDisruption
#HeavyRainAlert
#CycloneWarning
#KolkataWeather
#WeatherUpdate
#MonsoonImpact
#PujaFestivities
#RainySeason
#BengalWeatherAlert
#stormyweather#asianews
নিম্নচাপের জেরে এ বছর পূজোর শপিং বন্ধ হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর এমনটাই জানিয়েছে।একদিকে ভাদ্র মাসের জেরে তাপমাত্রা উর্ধমুখী। মেঘ সরলেই তীব্র রোদে গলদঘর্ম হতে হচ্ছে বঙ্গবাসীকে। অন্যদিকে বঙ্গপোসাগরে তৈরী হওয়া নিম্নচাপ আরও শক্তিশালী হচ্ছে। যার জেরে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানায়, আজ কলকাতার আকাশ মেঘলা থাকবে। তবে মাঝে যেটুকু রোদ উঠবে তাতেই গরমের জেরে অস্বস্তি বাড়বে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তাপমাত্রা বেশি থাকার কারণে যেমন অস্বস্তি হবে তেমনি জলীয়বাষ্পের পরিমাণও থাকবে প্রায় ৭০ থেকে ৮৫ শতাংশ যার জেরে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।দক্ষিণবঙ্গেও নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পরিমান বাড়বে বলেই আশংকা করা হচ্ছে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা,হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়া হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতেও বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণের প্রায় সমস্ত জেলাতেই প্রবল বৃষ্টি আসবে আগামীকাল অর্থাৎ শুক্রবারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান জেলাগুলিতে অতিভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতেও ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরেও রেহাই নেই বৃষ্টি থেকে। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে মালদা জেলায় ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা বার্তা জারি করা হয়েছে
+ There are no comments
Add yours