পুরনো বাড়ি ছাড়লেন শ্রদ্ধা! নতুন বাড়িতে কে প্রতিবেশী জানেন? বলিউডের হার্টথ্রব
‘স্ত্রী ২’-এর ব্লকবাস্টার সাফল্যের পর, শ্রদ্ধা কাপুর ক্লাউড নাইনে রয়েছেন। তিনি এর উদযাপনে নিমগ্ন। এবং দর্শকদের ধন্যবাদ জানাতেও কখনও পিছপা হন না। এদিকে, শ্রদ্ধা কাপুরও একটি নতুন বাড়িতে চলে যাচ্ছেন। অক্ষয় কুমারের প্রতিবেশী হতে চলেছেন।
মজার বিষয় হল, ‘স্ত্রী ২’-এ সরকাটের বংশধরের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়। আর এখন দুই তারকাই হবেন একে অপরের প্রতিবেশী।
হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, জুহুতে অবস্থিত এবং সমুদ্রমুখী বাড়িটি। হৃত্বিক রোশনও বাড়ি রয়েছে সেখানে। শ্রদ্ধা কাপুরও এবার সেই বাড়িতেই। অক্ষয় কুমারও তাঁর পরিবারের সঙ্গে একই বিল্ডিংয়ে থাকেন।
হৃত্বিকও একই বিল্ডিংয়ের অন্য একটি ফ্ল্যাটে চলে যান পরবর্তীকালে। সূত্রের খবর, আগে তিনি এই বাড়ির জন্য প্রতি মাসে ৮.৫ লাখ টাকা ভাড়া দিতেন। আর এখন সেই বাড়িতেই থাকতে আসছেন শ্রদ্ধা।
জানা গিয়েছে, এর আগে বরুণ ধাওয়ান ও তাঁর স্ত্রী নাতাশা দালাল নবজাতক শিশুকে নিয়ে এই বাড়িতে শিফট করতে চলেছেন। শোনা যাচ্ছে শ্রদ্ধা কাপুরের সঙ্গে চুক্তিও চূড়ান্ত হয়েছে। শ্রদ্ধা কাপুর কেন ভাড়া বাড়িতে স্থানান্তরিত হচ্ছেন, তা এই মুহূর্তে জানা যায়নি, তবে অভিনেত্রীর প্রচুর সম্পত্তি রয়েছে।
মুম্বইয়ের জুহু এলাকায় শ্রদ্ধা কাপুরের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে, যার মূল্য ৬০ কোটি টাকা বলে জানা গিয়েছে। শ্রদ্ধা কাপুরের বাবা এবং অভিনেতা শক্তি কাপুর ১৯৮৭ সালে এই বিল্ডিংয়ে সাত লাখ টাকায় একটি 3-BHK ফ্ল্যাট কিনেছিলেন ।
+ There are no comments
Add yours