পুরুলিয়ায় আবাস যোজনায় ফের দুর্নীতি। আবাস যোজনার বরাদ্দ টাকা নয়ছয়ের অভিযোগে উত্তেজনা, উঠল তদন্তের দাবি ।
একদিকে ট্যাপ কেলেঙ্কারি অন্যদিকে আবাস যোজনা দুর্নীতি একের পর এক সরকারী প্রকল্পের টাকা হাতিয়ে নেওয়ার খবর আসছে। এই নিয়ে সরগরম রাজ্য। এবার পশ্চিমবঙ্গের পুরুলিয়ার রঘুনাথপুরে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় টাকা নয়ছয়ের এক গুরুতর অভিযোগ উঠেছে।
অভিযুক্ত ব্যক্তির দাবি, আবাস যোজনায় তাঁর নামে বরাদ্দ লক্ষাধিক টাকা তুলে নেওয়া হয়েছে, অথচ সেই টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কখনোই জমা পড়েনি। এই ঘটনা সামনে আসার পর এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং স্থানীয় কংগ্রেস নেতারা বিষয়টি নিয়ে তদন্তের দাবি তুলেছেন।
২০১৬-১৭ সালে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’-র আওতায় বাড়ি পাওয়ার জন্য আবেদন করেছিলেন রঘুনাথপুরের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবাশিস মুখোপাধ্যায়। কিন্তু তারপরেও বাড়ি পাননি তিনি। এরপর অনেক বছর বাদে ২৫ অক্টোবর পুরসভার পক্ষ থেকে এক চিঠি পান সেই ব্যক্তি। সেই চিঠিতে লেখা ছিল, “আবাসের অসম্পূর্ণ বাড়ি দ্রুত শেষ করতে হবে।”
সেই চিঠি পাওয়ার পর দেবাশিস অবাক হয়ে যান, কারণ তিনি যেমন আবাসের কোন টাকা পাননি তেমনি তাঁর নামে কোনো টাকা আসার কোনও খবরও ছিল না। এদিকে, পোর্টালে গিয়ে দেবাশিস দেখেন, ২০১৭ সাল থেকে ২০১৮ সালের মধ্যে বেশ অনেকবার তাঁর নামে তিন লক্ষ পাঁচ হাজার টাকা তোলা হয়েছে। অথচ তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক পয়সাও জমা হয়নি। এই দেখে হতবাক হয়ে গিয়ে তিনি সরাসরি পুরসভার সঙ্গে যোগাযোগ করেন এবং এখন তিনি এর জন্য তদন্ত চেয়ে জানতে চান কে তাঁর নামে টাকা তুলেছে। দেবাশিসের অভিযোগ, “আমি ২০১৬-১৭ সালে আবাস যোজনায় আবেদন করেছিলাম, তবে কোনো টাকা বা বাড়ি পাইনি
+ There are no comments
Add yours