পুলিশের রদ বদলের পাশাপাশি সরানো হলো স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্যশিক্ষা অধিকর্তাকেও. তাদের বদলে কারা পেল এই দায়িত্ব?

#HealthDepartmentChanges
#RajeevKarCase
#SwapanSoren
#SuphonaDutta
#ManojKumarVerma
#KolkataPolice
#BengalPolitics
#AdministrativeReforms
#PoliceCommissionerChange
#WestBengalUpdates
#PublicHealth
#LawAndOrder
#PoliticalDecisions
#administrativeshakeup#RGKarProtest#rgkarmedicalcollege#RGKarMedicalCollegeandHospital#MamataBanerjee#asianews#asianewslive

সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানির আগের দিন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে ৫ ঘন্টার বৈঠকে অধিকাংশ দাবি মেনে নেন মুখ্যমন্ত্রী। দাবি গুলি কার্যকরী হলে তবেই কাজে ফিরবেন বলে জানিয়ে দিয়েছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরাও।
গতকাল আন্দোলনকারীদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল স্বাস্থ্য অধিকর্তা দেবাশীষ হালদার ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েককে সরানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সরানোর কথা বলা হয় ডিসি নর্থ অভিষেক গুপ্তকেও। আন্দোলনকারীরা জানান মৌখিক আশ্বাস মিলেছে তা কার্যকর না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়া হবেআন্দোলনকারীরা জানান মৌখিক আশ্বাস মিলেছে তা কার্যকর না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়া হবে। সেই মতো পুলিশের রদবদলের পাশাপাশি সরিয়ে দেওয়া হল স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কেও।

এবার দেখে নেব এক নজরে কাদের রদবদল করা হলো
স্বাস্থ্য অধিকর্তা দেবাশীষ হালদার কে সরিয়ে নতুন স্বাস্থ্য অধিকর্তা করা হলো স্বপন সরেন কে

স্বাস্থ্য ভবনের পাবলিক হেলথ এর ওএসডি করে পাঠানো হলো দেবাশীষ হালদার কে
যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা থেকে স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সরেন। মানিক তলার সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে ডিরেক্টর ও যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা ছিলেন স্বপন সরেন।

অন্যদিকে জুনিয়র ডাক্তারদের দাবি মত সরিয়ে দেওয়া হল স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েককে

তার বদলে আপাতত নতুন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা করা হলো সুপর্ণা দত্তকে

সদ্য অপসারিত স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তুভ নায়েককে পাঠানো হলো ইনটিটিউট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ডিরেক্টার করে।

আজ স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের অবস্থানের অষ্টম দিন। স্বাস্থ্য সচিবের স্তপার দাবিতে এখনো তারা অনর কিন্তু স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য অধিকর্তার অপসারণ এর পাশাপাশি স্বাস্থ্যঅধিকর্তার অপসারণ এর পাশাপাশি স্বাস্থ্য ক্ষেত্রে আর একজন অপসারণ দাবি করেছিলেন জুনিয়র ডাক্তাররাঅধিকর্তার অপসারণ এর পাশাপাশি স্বাস্থ্য ক্ষেত্রে আর একজন অপসারণ দাবি করেছিলেন জুনিয়র ডাক্তাররাঅধিকর্তার অপসারণ এর পাশাপাশি স্বাস্থ্য ক্ষেত্রে আর একজন অপসারণ দাবি করেছিলেন জুনিয়র ডাক্তাররাঅধিকর্তার অপসারণ এর পাশাপাশি স্বাস্থ্য ক্ষেত্রে আর একজন অপসারণ দাবি করেছিলেন জুনিয়র ডাক্তাররা তিনি রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। কিন্তু তাকে সরানো হচ্ছে না একথা মুখ্যমন্ত্রী জানিয়ে দেন স্পষ্ট করে।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours