পুলিশ, দমকল, স্বাস্থ্যকর্মীদের জন্য বড় ঘোষণা, ছুটি বাড়ালেন মমতা
দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটায় সরকারি কর্মীরা ছুটি পান। সেই সময় ডিউটিতে থাকতে হয় পুলিশকর্মী, দমকল কর্মী ও জরুরি পরিষেবায় থাকা অন্য সরকারি কর্মীদের। করতে পারেন পরিবারের সঙ্গে সেই সময় ডিউটি করেন পুলিশকর্মী, দমকল কর্মীরা। আর এই জন্য তাঁরা এতদিন বছরে ১০টি ‘বিশেষ ছুটি’ পেতেন। এই খাতে ছুটির সংখ্যা কম থাকায় তাঁদের মধ্যে আক্ষেপ ছিল। এ বার পুলিশকর্মী, দমকলকর্মী, স্বাস্থ্যকর্মী, পুরকর্মীদের জন্য বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১০ দিন থেকে এই বিশেষ ছুটির সংখ্যা বাড়িয়ে ১৫ দিন করার কথা ঘোষণা করলেন তিনি। শুক্রবার তিনি বিরসা মুণ্ডার ১৫০-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপস্থিত ছিলেন আদিবাসী ভবনে। সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন।
তিনি বলেন, ‘যাঁরা মানুষের জন্য ২৪ ঘণ্টা কাজ করেন তাঁদের যোগ্য সম্মান পাওয়া উচিত।’ প্রথমে পুলিশকর্মীদের কথা বললেও পরে এই ছুটি বৃদ্ধির ক্ষেত্রে দমকলকর্মী, স্বাস্থ্যকর্মী, পুরকর্মীদের অন্তর্ভুক্ত করার কথা বলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি হবেন এই জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা, মনে করছে ওয়াকিবহাল মহল।
+ There are no comments
Add yours