পূর্ব রেলের নতুন ট্রেন বাতিল ও সময়সূচী পরিবর্তন – জানুন বিস্তারিত
পূর্ব রেল কর্তৃপক্ষ ৫ জানুয়ারি রবিবার থেকে আসানসোল বিভাগের ঝাঁঝা-সীতারামপুর স্টেশনে সাবওয়ে ও ফুট ব্রিজ তৈরির জন্য পাওয়ার ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ৪ ও ৫ জানুয়ারি বেশ কিছু লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে এবং কয়েকটি ট্রেনের যাত্রাপথ ও সময়সূচী পরিবর্তন করা হয়েছে।
*৪ জানুয়ারি শনিবার বাতিল হওয়া লোকাল ট্রেনের তালিকা:*
– 63571 জেসিডি-মোকামা মেমু
*৫ জানুয়ারি রবিবার বাতিল হওয়া লোকাল ট্রেনের তালিকা:*
– 63562 বৈদ্যনাথ ধাম-আসানসোল মেমু
– 63298 ঝাঁঝা-দেওঘর মেমু
– 63209 দেওঘর-পটনা মেমু
– 63572 মোকামা-জেসিডি মেমু
– 63561 আসানসোল-জেসিডি মেমু
– 63570 বৈদ্যনাথ ধাম-আসানসোল মেমু
– 63545 অন্ডাল-জেসিডি মেমু
– 63546 জেসিডি-অন্ডাল মেমু
– 63565 জেসিডি-ঝাঁঝা মেমু
– 63566 ঝাঁঝা-জেসিডি মেমু
– 63573 জেসিডি-কিউল মেমু
– 63574 কিউল-জেসিডি মেমু
*বাতিল হওয়া দূরপাল্লার ট্রেনের তালিকা:*
– 13319 দুমকা-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস (৫ জানুয়ারি)
– 63509/10 বর্ধমান-ঝাঁঝা-বর্ধমান মেমু (৫ জানুয়ারি, আসানসোল পর্যন্ত চলাচল করবে)
– 17321 ভাস্কো দা গামা-জেসিডি উইকলি এক্সপ্রেস (৩ জানুয়ারি চিত্তরঞ্জন পর্যন্ত চলবে)
– 18183/84 টাটানগর-বক্সার-টাটানগর এক্সপ্রেস (৫ জানুয়ারি আসানসোল পর্যন্ত চলবে)
*যাত্রাপথ বদলানো ট্রেনগুলি:*
– 12304 নিউ দিল্লি – হাওড়া পূর্বা এক্সপ্রেস (৪ জানুয়ারি) পণ্ডিত দিন দয়াল উপাধ্যায় – ধানবাদ – সীতারামপুর হয়ে চলবে
– 12326 নাঙ্গাল ধাম – কলকাতা গুরুমুখী সুপার ফাস্ট এক্সপ্রেস (৪ জানুয়ারি) পণ্ডিত দিন দয়াল উপাধ্যায় – ধানবাদ হয়ে চলবে
– 13044 রক্সৌল – হাওড়া এক্সপ্রেস (৪ জানুয়ারি) কিউল – রামপুরহাট – বর্ধমান হয়ে চলবে
– 13331 / 32 ধানবাদ – পটনা – ধানবাদ ইন্টারসিটি এক্সপ্রেস (৫ জানুয়ারি) আপ ও ডাউনে গয়া হয়ে চলবে
– 13508 গোরক্ষপুর – আসানসোল এক্সপ্রেস (৪ জানুয়ারি) কিউল – রামপুরহাট – সীতারামপুর – অন্ডাল – আসানসোল হয়ে চলবে
*সময়সূচী পরিবর্তন হওয়া ১৪৭টি ট্রেনের তালিকা:*
– *12317 কলকাতা – অমৃতসর আকাল তখত এক্সপ্রেস*: 2 ঘণ্টা 10 মিনিট দেরিতে ছাড়বে
– *22197 কলকাতা – ঝাঁসি প্রথম স্বতন্ত্রতা সংগ্রাম এক্সপ্রেস*: 1 ঘণ্টা 30 মিনিট দেরিতে ছাড়বে
– *22500 বারাণসী – দেওঘর বন্দে ভারত এক্সপ্রেস*: 40 মিনিট দেরিতে ছাড়বে
– *22499 দেওঘর – বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস*: 40 মিনিট দেরিতে ছাড়বে
– *17006 রক্সৌল – হায়দরাবাদ উইকলি এক্সপ্রেস*: 1 ঘণ্টা 20 মিনিট দেরিতে ছাড়বে
– *22348 পটনা – হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস*: 2 ঘণ্টা 50 মিনিট দেরিতে ছাড়বে
– *22347 হাওড়া – পটনা বন্দে ভারত এক্সপ্রেস*: 2 ঘণ্টা 50 মিনিট দেরিতে ছাড়বে
– *02024 পটনা – হাওড়া স্পেশাল*: 5 ঘণ্টা 20 মিনিট দেরিতে ছাড়বে
– *02023 হাওড়া – পটনা স্পেশাল*: 5 ঘণ্টা 20 মিনিট দেরিতে ছাড়বে
৪ ও ৫ জানুয়ারি বেশ কিছু ট্রেন বাতিল এবং সময়সূচীতে পরিবর্তন হওয়ায় যাত্রীদের নির্ধারিত ট্রেনের যাত্রাপথ ও সময় দেখে চলাচল করার পরামর্শ দেওয়া হচ্ছে। পূর্ব রেলের এই সিদ্ধান্তের কারণে যাত্রীরা অসুবিধায় পড়তে পারেন, তাই আগেই সঠিক তথ্য জানার জন্য রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা সংশ্লিষ্ট স্টেশনে যোগাযোগ করতে বলা হয়েছে।