পৃথিবীর বৃহত্তম একশিলা পাহাড় হল অস্ট্রেলিয়ার উলুরু অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটোরির দক্ষিণাংশে অবস্থিত এই একশিলা পাহাড় ‘আয়ার্স শিলা’ নামেও পরিচিত। লৌহ অক্সাইড সমৃদ্ধ লাল বেলেপাথর দ্বারা গঠিত উলুরু প্রকৃতপক্ষে একটি ইনসেলবার্জ। সমুদ্রপৃষ্ঠ থেকে উলুরুর উচ্চতা ৮৬৩ মিটার এবং মোট পরিধি ৯.৪ কিমি। উলুরুর শিলার বয়স আনুমানিক ৬০ বছর। ১৯৮৭ সালে উলুরু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করে। উল্লেখ্য, ভূতাত্ত্বিক ভাবে, একটি মাত্র শিলা বা পাথর দ্বারা গঠিত পাহাড়কে একশিলা পাহাড়।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.