প্যারা অলিম্পিক্সে ভারতের ঝুলিতে একের পর এক পদক। এবার ব্রোঞ্জ জিতলেন দীপ্তি জীবনজি।
প্যারিস প্যারা অলিম্পিক্সে মহিলাদের ৪০০ মিটার ট্র্যাক এন্ড ফিল্ড এ ভারতের হয়ে ব্রোঞ্জ জিতলেন দীপ্তি জীবনজি। প্যারা অলিম্পিক্সে ট্রাক এন্ড ফিল্ডে ভারতের ঝুলিতে তৃতীয় পদক ।
৫৫.৮২ সেকেন্ডের মধ্যে ৪০০ মিটার দৌড় শেষ করেন দীপ্তি জীবনজি। প্যারালিম্পক্সে জোড়া পদক জিতে নজির গড়েছিলেন প্রীতি। এরপর ট্র্যাক এন্ড ফিল্ড এ আরো একটি ব্রোঞ্জ পদক যুক্ত হলো।
+ There are no comments
Add yours