বিবাহ বিচ্ছেদের পর থেকে বিভিন্ন রকম পোস্টে নানা ভাবে ইঙ্গিত দিয়ে গেছেন। এবার হারদিকের প্রসঙ্গে কোন ইঙ্গিত দিলেন নাতাশা? চলতি বছরের জুলাই মাসে হার্দিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করছেন নাতাশা স্তানকোভিচ। তার পর ভারত ছেড়ে সার্বিয়া চলে যান ক্রিকেট তারকার প্রাক্তন স্ত্রী সঙ্গে নিয়ে গিয়েছেন ছেলে অগস্ত্যকে। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন যৌথ ভাবে। তাই কোন কিছু গোপন না করেই সে কথা সমাজমাধ্যমে জানিয়ে দেন নাতাশা। সম্পর্ক ভেঙে গেছে দেশ ছেড়ে চলে গেছে নাতাশা।কিন্তু হার্দিকের সঙ্গে এখনো যুক্ত রয়েছেন বলেন সমাজমাধ্যমে। ইনস্টাগ্রামে এখনো পরস্পরকে নিয়ে অনুসরণ করছেন । এই দেখেই নেট দুনিয়া তোলপাড়! এখনো কি তারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকতে চান? এর উত্তর যদিও মেলেনি. তবে বিয়ে ভাঙার পর ছেলেকে সময় দিচ্ছেন নাতাশা। সেই সব ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার ও করছেন।পাশাপাশি তিক্ত সম্পর্ক প্রসঙ্গে নানা পোস্টে লাইকও দিচ্ছেন। এ বার ‘প্রতারণা যেন মানসিক অত্যচারের সমান’ এমনই এক পোস্টে লাইক দিয়ে কি তবে হার্দিকের দিকে আঙ্গুল তুলতে চাইছেন তিনি! যদিও এই জল্পনার নিরসন করেননি নাতাশা। এর মাঝেই অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জন শোনা গিয়েছে হার্দিকের। সম্প্রতি একে অপরকে ইনস্টাগ্রামে অনুসরণ করা ও শুরু করেছেন তাঁরা।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author