
প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে কালচিনি এলাকায়। সকাল থেকে প্রবল বর্ষণের জেরে ডুবে রয়েছে কালচিনি এলাকা। জলে ভাসছে গ্রাম পঞ্চায়েত অফিস। ভয়াবহ পরিস্থিতি কালচিনি এলাকায়। এলাকার মানুষজন কাজে যেতে পারছে না বন্যার জমা জলের জেরে। স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়ে পরেছে কালচিনি এলাকাবাসীর। বন্যা পরিস্থিতির জন্য চরম দুর্ভোগে কালচিনি এর মানুষজন।