প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং: ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে দেশের সাধারণ মানুষকে নির্দিষ্ট সময় দেওয়া হবে। তার শেষকৃত্য আগামীকাল অনুষ্ঠিত হবে।সকাল সাড়ে ১০টা: মনমোহন সিংয়ের কন্যা বিদেশ থেকে ফিরে আসবেন, এরপর প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে। দিল্লিতে সকাল থেকে বৃষ্টি চলছে, ফলে কিছুটা পিছিয়ে যাচ্ছে শেষকৃত্যের সময়সূচী।সকাল ১০টা: মনমোহন সিংয়ের বাসভবনে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।সকাল সাড়ে ৯টা: রাজঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হতে পারে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় ক্যাবিনেট আজ বিশেষ বৈঠকে বসবে, যা সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।সকাল ৯টা: প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ আজ সকালে এইমস থেকে বাসভবনে নিয়ে যাওয়া হয়। সরকারের তরফে মনমোহন সিংকে শ্রদ্ধা জানানোর জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হলে, পরিকল্পনায় পরিবর্তন হতে পারে।সকাল সাড়ে ৮টা: দেশজুড়ে ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন করা হবে। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যের দিন বিদেশের সমস্ত দূতাবাসেও পতাকা অর্ধনমিত থাকবে।সকাল ৮টা: মনমোহন সিংয়ের প্রয়াণে গোটা বিশ্বে শোকের ছায়া। আমেরিকা, রাশিয়া, পাকিস্তান, মালদ্বীপসহ একাধিক দেশের নেতারা শোকবার্তা পাঠিয়েছেন। মার্কিন বিদেশ সচিব অ্যান্থনি ব্লিঙ্কেন বলেছেন, “ভারত-আমেরিকার সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিলেন মনমোহন সিং।”সকাল সাড়ে ৭টা: শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হতে পারে, তবে কংগ্রেসের তরফে এখনও কোনো সরকারি ঘোষণা হয়নি।
*সকাল ৭টা*: মনমোহন সিংয়ের প্রয়াণে গোটা দেশ শোকাবহ। ভারতীয় ক্রিকেট দল কালো ব্যান্ড পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author