প্রয়াত বলিউডের স্বনামধন্য অভিনেত্রী, শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি

#RIP#BollywoodMourns#AshaSharma#LegendaryActress#FilmIndustryLoss#TelevisionIcon#KumkumBhagya#Adipurush#EntertainmentWorld#EndOfAnEra#TributeToAshaSharma#GoneButNotForgotten#Condolences#TVLegend#PrayersForAshaSharma#asianews

বিনোদন দুনিয়ায় ফের একের পর এক তারকারা একে একে সকলেই ছেড়ে চলে যাচ্ছে৷ প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী আশা শর্মা৷ মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৮ বছর৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন দুনিয়ায়৷

একতা কাপুরের ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকের পরিচিত মুখ ছিলেন আশা শর্মা। এছাড়াও একাধিক টেলি ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। সকল ভক্তদের কাছেই তিনি জনপ্রিয় ছিলেন৷ দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে টেলিভিশন দুনিয়ার সঙ্গে যুক্ত ছিলেন অভিনেত্রী৷ একাধিক জনপ্রিয় ধারাবাহিকের মুখ ছিলেন তিনি৷ জানা যাচ্ছে, রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি৷

তবে শুধু ধারাবাহিকেই নয়, শেষবারের মতো তাকে প্রভাস এবং কৃতি স্যাননের ‘আদিপুরুষ’ ছবিতে। শবরীর চরিত্রে অভিনয় করেছিলেন আশা শর্মা। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ টেলিভিশন দুনিয়া৷ সকলেই তাঁর আত্মার শান্তি কামনা করেছেন৷

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours