ফের ইসরাইলে রকেট হামলা।সোমবার ইজরায়েলকে লক্ষ্য করে ৯০টি রকেট হামলা হিজবোল্লার

সাম্প্রতিককালে ইজরায়েলে অন্যতম বড় হামলা করল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ । সোমবার ইজরায়েল লক্ষ্য করে ৯০টি রকেট ছুড়ল হিজবুল্লাহ। বেশিরভাগ রকেট ইজরায়েল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়ে আটকাতে পারলেও কয়েকটি আঘাত হানে ভূখণ্ডে। তাতে অনেকে আহত হয়েছেন। ইজরায়েলের উত্তরের শহর হাইফাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলায় এলাকার ভবন ও যানবাহন ধ্বংস হয়। ইজরায়েলও এই হামলার কথা স্বীকার করেছে। এই বিষয়ে ইজরায়েলের ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, গ্যালিলি এলাকায় রকেট ছোড়া হয়েছিল। যার মধ্যে কয়েকটি প্রতিরক্ষা ব্যবস্থায় বাধা পেয়েছে। বেশ কয়েকটি রকেট কারমিল এলাকা এবং কাছাকাছি শহরগুলিতে আঘাত করেছে। তাতে এক শিশু সহ চারজন আহত হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ইজরায়েলের উপর হিজবুল্লাহর সফল রকেট হামলার মধ্যে এটি অন্যতম বলে বলা হচ্ছে। সম্প্রতি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমবারের মতো স্বীকার করেছিলেন ইরান-সমর্থিত হিজবুল্লাহর উপর পেজার এবং ওয়াকি-টকি হামলা তারাই করেছে। তারপরই এই হামলা। ওই বিস্ফোরক সম্বলিত পেজারে লেবাননে ৩৯ জনের মৃত্যু ও তিন হাজারেরও বেশি আহত হন।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours