প্রাথমিক এক নাবালিকাকে যৌন নির্যাতন করল স্কুলের শিক্ষক এমনই অভিযোগ উঠল স্কুল শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ থানার একটি গ্রামে। এই ঘটনার যে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। চতুর্থ শ্রেণীর ওই ছাত্রটিকে যৌন নির্যাতনের মত কাণ্ড ঘটানোর পর তাকে মুখ বন্ধ রাখার জন্য বলা হয় ,কিন্তু স্কুল ছাত্রী বাড়িতে এসে সমস্ত কথা বলে দেয় এরপরে বাড়ির লোকজন সহ গ্রামবাসীরা লাঠি সোটা নিয়ে সেই স্কুলের দিকে চড়াও হয়। কিন্তু স্কুল শিক্ষক এই ব্যাপারটি আঁচ করতে পারায় সে ভয়ে একটি স্কুলে রুমের মধ্যে নিজেকে বন্দী করে নেয়। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছয়। কিন্তু পুলিশ এসে পৌঁছালো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি গ্রামবাসীরা লাঠি সোটা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন পুলিশের সামনেই। পুলিশ কোনোরকমে সেই অভিযুক্ত শিক্ষক কে গাড়ি তে তুললে সেই সময় গ্রামবাসিরা তাকে লাঠি দিয়ে মারধর করার চেষ্টা করা হয় । গ্রামবাসীরা পুলিশের গাড়িকে লক্ষ্য করে ইট পাথর ছুড়তে থাকে। কোন রকমে পুলিশ সেই ঘটনাস্থল থেকে বেরিয়ে আসতে পারে ,এদিকে এই ঘটনা ঘিরে এখনো পর্যন্ত ওই এলাকা উতপ্ত হয়ে আছে। তবে স্থানীয়রা গোপনে জানিয়েছেন এর আগেও ওই স্কুলের শিক্ষক এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করেছিল ,তারা ওই স্কুল শিক্ষক কে বরখাস্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.