ফের ট্রেন দুর্ঘটনা! বেলাইন পন্যবাহী ট্রেনের ১১টি বগি !
সাতসকালেই ভয়াবহ দুর্ঘটনা। হায়দরাবাদের বেলাইন হয়ে গেল পণ্যবাহী ট্রেনের একাধিক কামরা। বুধবার ভোরে এই দুর্ঘটনায় মালগাড়ির প্রায় ১১টি কামরা বেলাইন হয়ে যায়। ফলে বাতিল করা হয় বহু ট্রেন। চরম ভোগান্তির শিকার যাত্রীরা। সূত্রে খবর মালগাড়িটি সেই সময়ে রাঘবপুরম থেকে রামাগুনদমে লৌহ আকরিক নিয়ে যাচ্ছিল। সে সময় ঘটে দুর্ঘটনা। অল্পেই প্রাণে বাঁচেন চালক। জানা গেছে, এই ঘটনার পর প্রায় ২০টি ট্রেন বাতিল করা হয়, ৪টি ট্রেন আংশিক ভাবে বাতিল করা হয় এবং ১০টি ট্রেনকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়। পাশাপাশি দক্ষিণ মধ্য রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আরও ২টি ট্রেনকে অন্য দিনের জন্য শিডিউল করা হয়েছে। এদিকে রেল সূত্রে জানা গেছে ইতিমধ্যে মালগাড়ি টিকে ট্র্যাকে আনার কাজ চলছে।
একের পর এক ট্রেন দুর্ঘটনা অব্যাহত। কখনো মালগাড়ি তো কখনো এক্সপ্রেস ট্রেন। ফলে যেমন ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা তেমনি ক্ষতিগ্রস্ত। লাইনচ্যুত রেকগুলি তিনটি ট্র্যাকের উপরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা এই রুটে ট্রেন চলাচলকে প্রভাবিত করে। তামিলনাড়ু যোগাযোগ ক্রান্তি এক্সপ্রেসকে পেদ্দাপালি স্টেশনে থামানো হয়েছে। দুর্ঘটনার পরে বেশ কয়েকটি সুপারফাস্ট এবং এক্সপ্রেস ট্রেনগুলিকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বা কিছু স্টেশনে থামানো হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে ছুটে গেছে বলে জানা গেছে