ফের পূর্ব মেদিনীপুরে বিজেপির ভরাডুবি, সমবায় নির্বাচনে নিরঙ্কুশ জয় তৃণমূলের

পূর্ব মেদিনীপুরে দুটি সমবায় নির্বাচনে আবারও বিপর্যয়ের মুখে পড়েছে বিজেপি। শুক্রবার এগরার জুমকি সমবায় কৃষি উন্নয়ন সমিতি এবং ভগবানপুর ১ ব্লকের শটুপুর কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ জয় লাভ করেছে। জুমকি সমবায় সমিতির ১২টি আসনের মধ্যে সবকটি আসনেই জয়ী হয় তৃণমূল, ফলে সমবায়টি এখন তৃণমূলের দখলে। শাসকদল দাবি করছে, বিজেপির সাংগঠনিক দুর্বলতা এদিনের ফলাফলে পরিষ্কার প্রতিফলিত হয়েছে। অন্যদিকে, ভগবানপুর ১ ব্লকের শটুপুর সমবায় সমিতির ১২টি আসনের মধ্যে ৯টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হন। অভিযোগ উঠেছে, সিপিএম ও বিজেপি গোপনে আঁতাঁত করে তৃণমূলকে পরাজিত করার চেষ্টা করেছে, কিন্তু তাতে সফল হয়নি।এদিনের ফলাফল রাজনৈতিক মহলে বেশ আলোচনার সৃষ্টি করেছে, বিশেষ করে বিজেপির পরাজয় নিয়ে। তৃণমূল নেতারা দাবি করেছেন যে, বাংলার মানুষ উন্নয়ন ও তৃণমূলের পাশে রয়েছেন, আর তাই বারবার তাদের সমর্থন পাচ্ছেন

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author