ফের বাড়ল আধার আপডেটের সময়, কী ভাবে করবেন জেনে নিন

#AadhaarUpdate#UIDAI#FreeService#DeadlineExtended#AadhaarCorrection#OnlineProcess#DocumentVerification#BiometricUpdate#IdentityProof#IndianCitizens#UIDAIWebsite#AadhaarCard#GovernmentServices#asianews#asianewslive

বিনামূল্যে আধার সংশোধনের সময়সীমা আরও একবার বৃদ্ধি করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অব ইন্ডিয়া (UIDAI)। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে আধার আপডেটের দিন ধার্য ছিল। কিন্তু তা তিন মাস বৃদ্ধি করে ১৪ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ এ বছর ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বিনামূল্যেই আধার আপডেট করতে পারেবন আপনি। আধার কার্ডে যদি কোনও ভুল থাকে, তাহলে আধার আপডেট করতে হয়।যেমন নাম বা কোনও তথ্যগত ভুল, ঠিকানা বা মোবাইল নম্বর বদল, বায়োমেট্রিক আপডেটও এর অধীনেই আসে। ১৪ ডিসেম্বরের পর আধার আপডেট করাতে গেলে আপনাকে নির্দিষ্ট অঙ্কের চার্জ দিতে হবে। কোনও পরিবর্তনের ক্ষেত্রে কত চার্জ লাগবে, কীভাবে তা করতে হবে জেনে নিন।
আধার কার্ডের নাম বা ঠিকানা পরিবর্তনের জন্য রেশন কার্ড ভোটার কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এবং সরকারের যে কোন পরিচয় পত্র গ্রাহ্য হবে। আপনি পরিষেবা কেন্দ্রে গিয়ে আপনি আধার সংশোধনের কাজ করতে পারেন। আবার অনলাইনেও এই কাজ করা সম্ভব।

যেভাবে করতে হবে:

://myadhaar.uidai.gov.in ওয়েবসাইটে যান। সেখানে আধার নম্বর এবং আধারের সঙ্গে রেজিস্টার করা মোবাইলে আসা ওটিপি দিয়ে লগইন করতে হবে ।

এরপর নিজের প্রোফাইল পরিচয় পত্র এবং ঠিকানা দেখে নিন।

সেখানে দেখানো তথ্য যদি ঠিক থাকে তাহলে’ I verify that the above details are correct’ লেখা ট্যাবে ক্লিক করুন।

যদি কোন ভুল থাকে তাহলে ড্রপডাউন থেকে সিলেক্ট করুন কোন ডকুমেন্ট আপনি ডাউনলোড করতে চান।

সেই ডকুমেন্ট আপলোড করুন। তবে যে ফাইল আপলোড করবেন তার সাইজ দুই এমবির ছোট হতে হবে এবং নথি পিডিএফ বা জেপিজি ফরম্যাটে থাকতে হবে।

আপলোডের পর আপনি সম্মতি দিলে তা জমা হয়ে যাবে।

বিনামূল্যের যে সময়কাল সেই সময়ের মধ্যে করতে না পারলে পরবর্তীতে করলে তার জন্য ফি দিতে হবে। যদি পাঁচ সাত বছর বয়সী এবং ১৫-১৭ বছর বয়সীদের ক্ষেত্রে এই পরিষেবা পাওয়া যাবে। কিন্তু বাকি বয়সীরা আধারে পরিবর্তন করাতে গেলে ফি জমা দিতে হবে এর জন্য ন্যূনতম ১০০ টাকা দিতে হবে।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours