ফের মা হতে চলেছেন মানসী। দ্বিতীয়বারের জন্য মা হবেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত।
সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই তাঁর একঝাঁক ছবি-ভিডিয়ো। দৈনন্দিন জীবনের বহু সুন্দর মুহূর্ত ভিডিয়োর মাধ্যমে সকলের সঙ্গে মাঝেমধ্যেই ভাগ করে নেন তিনি। টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেত্রী মানসী সেনগুপ্তর জীবনে সুখবর। এক কন্যা আছে তাঁর। ফের মা হতে চলেছেন।
নিম ফুলের মধু’ ধারাবাহিকে দত্তবাড়ির বড় বউ মৌমিতা। সেই চরিত্রে অভিনয়ের মাধ্যমে সকলের মন কেড়েছেন অভিনেত্রী। নানা ধরনের ফন্দি এঁটেও বারবার পর্ণার কাছে পরাজয়। তবু দমে যাওয়ার পাত্রী নয় মৌমিতা। মানসীর পর্দার চরিত্র যে সকলের মন ছুঁয়েছে, সে কথা বলাই যায়। পাশাপাশি সদ্যই ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকেও পা রেখেছেন অভিনেত্রী।