ফের রক্তাক্ত ভূস্বর্গ,সেনার গাড়িতে ভয়াবহ জঙ্গি হামলায় ২সেনা সহ ৪জনের মৃত্যু। গত এক সপ্তাহে জম্মু-কাশ্মীর একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটে।
আবারো জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা। সন্ত্রাসবাদের হানা সেটাও বর্ডার লাইন থেকে ঢিলছোড়া দূরত্বে। বৃহস্পতিবার সন্ধ্যায় জঙ্গিরা সেনার একটি গাড়ির লক্ষ্য করে এলোপাথারি ভাবে গুলি চালাতে থাকে সেই গুলিতে দুই সেনা সহ মোট চারজন সেনার মৃত্যু হয়। এবং আরো চারজন গুরুতরভাবে আহত হয়।
উল্লেখ্য এই ঘটনা ঘটার কিছুক্ষণ আগেই দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার জেলার ত্রালে এলাকায় প্রীতম সিং নামে একজন পরিচয়ের শ্রমিক কে গুলি করে জঙ্গিগোষ্ঠীরা। সেই গুলিতে গুরুতর আহত হয়ে তাকে হসপিটালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
+ There are no comments
Add yours