ফের সিনেমা হল-এ শাহরুখ, মহিমার ‘পরদেশ’, কবে মুক্তি?
বলিউডে একের পর ছবির রি-রিলিজ়ের ধুম। পুরোনো ছবিগুলো ফের মুক্তির পথে। নতুন মুক্তি পাওয়া ছবিগুলোর সঙ্গে বাজারে রীতিমতো টাফ ফাইট দিচ্ছে এই পুরোনো সিনেমাগুলো। রণবীর কাপুরের ‘রকস্টার’, শাহরুখ খানের ‘বীর জ়ারা’, ‘খোসলা কা ঘোসলা’-সহ একাধিক ছবি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। এ বার শাহরুখের সেই সময়ের সুপারহিট সিনেমা ‘পরদেশ’ও মুক্তির অপেক্ষায়। সুভাষ ঘাই পরিচালিত এই সিনেমার মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন মহিমা চৌধুরী।
পরদেশ’ ছবির বেশ কিছু গান সকলের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। আজও সুপারহিট বলা চলে। ভক্তদের জন্য এই সুখবরটি দিয়েছে পিভিআর সিনেমা। একটি পোস্টার শেয়ার করে রি-রিলিজ়ের তারিখও ঘোষণা করা হয়েছে। ক্যাপশনে লেখা, ‘এটি এমন একটি গল্প এত বছর পরেও আপনাদের সকলের হৃদয় ছুঁয়ে যাবে। মাস্টারপিস ‘পরদেশ’ ১৫ নভেম্বর PVR INOX-এ বড় পর্দায় ফিরছে