ফের হুড়মুড়িয়ে গরম বাড়বে দক্ষিণবঙ্গে! আজ কখন কোথায় বৃষ্টি? এক নজরে আবহাওয়ার খবর
ভরা ভাদ্রে আবহাওয়ার মুড সুইং। কখনও বৃষ্টি তো কখনও রোদের দাপট।সোমবার সকাল থেকে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও মেঘলা আকাশ। তবে অধিকাংশেই ঝলমলে রোদ। বৃষ্টি সেভাবে হয়নি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে চলতি মাসেও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সতর্কবার্তা রয়েছে।আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। আজও আকাশ পরিষ্কারই থাকবে। ৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের কোথাও ভারী বৃষ্টি হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সাময়িকভাবে কোনও জেলায় মেঘলা আকাশ থেকে সামান্য বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্র, শনি ও রবি এই তিন দিন অধিক বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। শুক্রবার সকাল থেকেই সেই বৃষ্টি বাড়তে পারে বলে জানা যাচ্ছে।
কলকাতাতেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মহানগরী ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রির আশেপাশে। গত কয়েকদিনে বৃষ্টি কমায় তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। আগামী দু’দিনে আরও গরম বাড়ার সম্ভাবনা।
+ There are no comments
Add yours