বঙ্গোপসাগরে ফুঁসছে নিম্নচাপ, কবে বাংলা বিদায় নেবে বর্ষা? জেনে নিন আজকের আবহাওয়ার খবর
আপাতভাবে বাংলায় বৃষ্টির প্রকোপ বলা চলে। ইতিমধ্যেই মেঘ সরে গিয়ে একাধিক জায়গায় রোদ ঝলমলে আকাশের দেখা মিলেছে। তবে এখনই কাটেনি সম্পূর্ণ বিপদ। মধ্যে ও উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ এখনও ফুঁসছে। যার জেরে উপকূলের জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হওয়ার সাথে বজ্র বিদ্যুতপাত সহ বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে বাকি দক্ষিণ ও উত্তরের জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতরের মতে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭০ থেকে ৮৪ শতাংশ পর্যন্ত থাকবে। যার জেরে আদ্রতা জনিত অস্বস্থি বজায় থাকবে ও ঘাম হবে প্রচুর। সকালে কম থাকলেও রাতের দিকে এই অস্বস্তি বাড়বে।
দক্ষিণবঙ্গে আজ তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এমনিতে আকাশ পরিষ্কারই থাকবে। তবে মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে মেঘলা বা আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। এমনকি দু এক পশলা বৃষ্টিও দেখা যেতে পারে। এদিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। তবে বঙ্গোপসাগরের নিম্নচাপ এখনো রয়েছে। যার জেরে মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরের রাজ্যগুলিতে সেভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
১লা সেপ্টেম্বর আবহাওয়ার পরিস্থিতি কমবেশি একই থাকবে। দক্ষিণ থেকেই উত্তর সর্বত্রই কমেছে বৃষ্টির পরিমাণ। উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার থেকে কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে দক্ষিনের উপকূলীয় জেলাগুলোতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছে হাওয়া অফিস
+ There are no comments
Add yours