হাওড়া আমতা শাখায় প্রায় তিন ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো এই দুর্ঘটনার জন্য। 3 ঘন্টা ট্রেন পরিষেবা বন্ধ থাকার জন্য সাধারণ মানুষদের অনেক অসুবিধের মধ্যে পড়তে হয়, অনেকে আমতার থেকে সেই ট্রেন এ করে সরকারি চাকুরীজীবি সহ অন্যান ও শ্রমিক রা কলকারখানা তে কাজের জন্য হাওড়া যাতায়াত করে। পরবর্তী সময়ে সেই দুরঘটনাগ্রস্ত ট্রেন টিকে একটি অন্য ইঞ্জিনের সাহায্যে নিয়ে আসা হয় সাঁতরাগাছি স্টেশনে, সেইসঙ্গে আমতা থেকে হাওড়া সমস্ত আপ এন্ড ডাউন ট্রেন চলাচল শুরু করা হয়েছে। 3 ঘন্টা পরে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। রেলের তরফ থেকে জানানো হয়েছে যত শীঘ্র সম্ভব ট্রেন চলাচল চালু করা চেষ্টা করেছে। আরো জানান ঐ লাইন এর সব ওভারহেড তার গুলি চেকিং করা হবে আর যাতে কোনো রকম অসুবিধে মধ্যে যাত্রীদের পড়তে না হয় সেদিকে নজর রাখবে রেল কতৃপক্ষ একথা জানিয়েছেন।
