বন্যা দুর্গতদের কাছে পৌঁছল মমতা। ক্ষোভ উগরে দিয়ে বললেন এটা ম্যান মেড ফ্লাড।
#MamataBanerjee#FloodRelief#SouthBengal#ManMadeFlood#DisasterManagement#WestBengalFlood#RescueOperations#EmergencyResponse#AffectedAreas#ReliefCamps#CommunitySupport#BengalGovernment#asianews#asianewslive
বুধবার জল ভেঙে বন্যাদুর্গতদের কাছে পৌঁছল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুজোর আর মাত্র কিছুদিন বাকি। এর মধ্যেই তৈরি হয়েছে দক্ষিনবঙ্গে বন্যা পরিস্থিতি। বন্যা পরিস্থিতিতির জন্য ভাসছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বন্যার জেরে ঘরছাড়া প্রায় ৫০ হাজারের বেশি মানুষ।
রাজ্য সরকারের তরফে ওই বন্যা বিপর্যস্তদের ত্রাণ শিবিরে রাখা হয়েছে। তবে সব থেকে বেশি খারাপ ও বাজে অবস্থা হাওড়াও হুগলি জেলার। হাওড়া হুগলি জেলাতে বন্যা দুর্গতদের প্রায় 40 হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। ইতিমধ্যেই এই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বানভাসি এলাকায় পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন। প্রথমে তিনি পরশুড়া এলাকায় যান। আগামীকাল পাঁশকুড়ায় যাবেন এই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে।
+ There are no comments
Add yours