বর্ষা আসলেই কলকাতার চিন্তা বাড়ায় ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ। তবে অন্য বর্ষার মরশুমের থেকে এবার ডেঙ্গুর বাড়বাড়ন্ত এবার অনেকটাই কম। এমনই জানিয়ছে কলকাতা পুরসভা। এবার কলকাতায় ৬২ শতাংশ ডেঙ্গু কমেছে।
শনিবার কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১১ অগাস্ট পর্যন্ত কলকাতায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৫৫। গত বছর এই সংখ্যাটা ছিল ৬৭২। শুধু ডেঙ্গু নয়, ম্যালেরিয়াও কমেছে। কলকাতায় ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ছিল ১,৩৫৮। গতবছর এই সংখ্যাটা ছিল ২,৮৮৮। পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, এখনও বৃষ্টির সম্ভাবনা আছে। সতর্ক থাকতে হবে সবাইকে।
এদিকে বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপে রবিবার থেকে টানা বৃষ্টি হয়েছে। সোমবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি চলবে। চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী বুধবার পর্যন্ত বিভিন্ন জেলায় দুর্যোগ চলতে পারে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা আছে।