বাঁকুড়া জেলা ইন্দপুরে টিউবয়েল বসানোর নামে আসে লক্ষ লক্ষ টাকা। সরকারি খাতাতে তৈরি হয়ে গিয়েছে টিউবয়েল বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। তবে টাকা ঠিকাদারের ব্যাংক একাউন্ট এ পৌঁছেও গেছে । ঠিকাদারের নাম রেজাল খান। তিনি তৃণমূলের ব্লক সভাপতি। ব্লক সভাপতি রেজাল খান এর বাবা কোতুবুদ্দিন খান পঞ্চায়েত প্রধান। স্থানীয়দের অভিযোগ একটাও টিউবয়েল সেই এলাকায় তৈরি হয়নি , পুরো টাকাটাই ঢুকেছে প্রাক্তন ব্লক সভাপতির পকেটে। ব্লক সভাপতি দাবি তিনি আর ঠিকাদার এক ব্যক্তি নয়।
২০২৩ চব্বিশ সালে চল্লিশ লক্ষ টাকার মত দুর্নীতি হয়েছে বলে অভিযোগ।এরই পাশাপাশি রেজাউল খানের বাবার অভিযোগ সবকিছু না বিরোধীদের একটা চক্রান্ত আমাদেরকে ফাঁসানোর জন্য ।