বাংলাদেশের অশান্ত পরিস্থিতির সুযোগ নিতে পারবে না, সতর্ক কলকাতা পুলিশ: ডিজি রাজীব কুমার
বাংলাদেশের অশান্ত পরিস্থিতির সুযোগ কেউ এ পার বাংলা থেকে কাজে লাগাতে পারবে না বলে সাফ জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। রবিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশ জঙ্গি দমন ও নিরাপত্তা নিশ্চিতে যথেষ্ট সক্রিয় এবং নিঃশব্দে কাজ করছে। সম্প্রতি কাশ্মীরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিনের এক সদস্য ক্যানিং থেকে গ্রেফতার হয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাজীব কুমার বলেন, পুলিশ সীমান্ত পার হয়ে অনুপ্রবেশের ঘটনাও মনিটর করছে, তবে বিএসএফের সীমান্ত রক্ষায় কিছু খামতির বিষয়েও তিনি পরোক্ষভাবে মন্তব্য করেছেন। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ পুলিশের সাফল্য মানুষের সহযোগিতার ফল, এবং এই সহযোগিতার মাধ্যমেই তারা জঙ্গি দমন ও নিরাপত্তা কার্যক্রমে সফল হচ্ছে। পুলিশের পাসপোর্ট যাচাই প্রক্রিয়ায় আরও তৎপরতা বৃদ্ধির আশ্বাসও দিয়েছেন ডিজি রাজীব কুমার, এবং ভবিষ্যতে পুলিশ সুপাররা এই যাচাইয়ের তদারকি করবেন