বাংলাদেশের আদালতের নির্দেশে বর্তমানে কারাগারে চিন্ময় কৃষ্ণ দাস, ওষুধ ও খাবার দিতে গিয়ে আটক আরও দুই সন্ন্যাসী
প্রবর্তক সংঘের সদস্য চিন্ময় কৃষ্ণ দাস বর্তমানে কারাগারে। অভিযোগ উঠেছে, তাঁকে খাবার ও ওষুধ পৌঁছে দিতে গিয়ে আটক হয়েছেন তাঁর দুই সহকারী—আদি পুরুষ শ্যামল দাস এবং রঙ্গনাথ দাস ব্রহ্মচারী।
পুলিশ এই দুই সন্ন্যাসীকে কেন আটক করেছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। দাবি করা হচ্ছে, তাঁদের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। এই ঘটনা সংখ্যালঘু সংগঠন এবং তাদের মানবাধিকার নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।