বাংলাদেশে অত্যাচারের শিকার ভারতীয় যুবক, দেশে ফেরার পরও কাটেনি আতঙ্ক
বাংলাদেশে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে আক্রান্ত হয়েছেন ভারতের বেলঘরিয়ার যুবক সায়ন ঘোষ। ২৩ নভেম্বর ঢাকায় পৌঁছানোর পর ২৫ নভেম্বর একটি মর্মান্তিক ঘটনার শিকার হন সায়ন। কয়েকজন বাংলাদেশি মুসলিম যুবক তাকে হিন্দু পরিচয় জানার পর মারধর ও ছিনতাই করে, পাথর দিয়ে মাথা ফাটায় এবং চোখে ছুরি চালায়। পুলিশও সাহায্য না করায় আতঙ্কিত হয়ে সায়ন সীমান্ত দিয়ে ভারতে ফেরেন। তবে দেশে ফিরে এসেও বাংলাদেশের ঘটনায় আতঙ্ক কাটাতে পারেননি তিনি