বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি পেছালো, এক মাস আরও জেলে কাটাতে হবে
বাংলাদেশে সনাতনী জাগরন মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি মঙ্গলবারও মঞ্জুর হয়নি এবং আগামী ২ জানুয়ারি পর্যন্ত শুনানি স্থগিত রাখা হয়েছে। ফলে আরও এক মাস তাকে চট্টগ্রামের জেলে কাটাতে হবে। ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার হওয়া চিন্ময় কৃষ্ণকে ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে পেশ করা হয়েছিল, কিন্তু জামিন মঞ্জুর হয়নি এবং তাকে জেল হেফাজতে পাঠানো হয়।
সেই সময় আদালত চত্বরে চিন্ময় কৃষ্ণের অনুগামীদের বিক্ষোভের ঘটনা ঘটে, যা পুলিশের সঙ্গে সংঘর্ষে পরিণত হয়। এ ঘটনায় একটি আইনজীবীর মৃত্যুরও অভিযোগ ওঠে, যেটি সনাতনী জাগরণ মঞ্চের কর্মীদের বিরুদ্ধে তোলা হয়েছে।
এদিকে, সোমবার রাতে ইসকনের কলকাতা শাখার মুখপাত্র রাধারমণ দাস অভিযোগ করেছেন, চিন্ময় কৃষ্ণের আইনজীবীর ওপর হামলা হয়েছে এবং তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। মঙ্গলবারের শুনানি আবার পেছানো হলে, চিন্ময় কৃষ্ণ দাস আরও এক মাস জেলেই থাকতে হবে।