বাংলা-ওডিশার উপকূলই কি লক্ষ্য হবে ঘূর্ণিঝড় ‘দানা’-র, বাংলা এর প্রভাব কত খানি আবহাওয়া অফিস কী বলছে
আজ, সোমবার উত্তর আন্দামান সাগরে তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ। ২৪ ঘণ্টার মধ্যেই অর্থাৎ আগামিকাল, মঙ্গলবার ওই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে পূর্বাভাস মৌসম ভবনের। আর তারও ২৪ ঘণ্টা পর অর্থাৎ পরশু, বুধবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে জন্ম নিতে চলেছে ঘূর্ণিঝড় ‘দানা’।
আবহবিদদের বক্তব্য, সামনের ৭২ ঘণ্টার অর্থাৎ তিন দিনের আবহাওয়ার পূর্বাভাস যদি আরও ৪৮ ঘণ্টা বা দু’দিন সম্প্রসারিত করা যায়, তা হলে পশ্চিমবঙ্গ ও ওডিশার অস্বস্তি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। মৌসম ভবনের প্রাথমিক অনুমান, অক্টোবরের ২২-২৩ তারিখ নাগাদ ওডিশা থেকে বাংলাদেশের বরিশালের মধ্যে কোনও এক জায়গায় ল্যান্ডফল করতে চলেছে ঘূর্ণিঝড়টি।
আবহবিদরা জানিয়েছেন, শনিবার নর্থ আন্দামান সাগরের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতায় যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল, সেটাই সময়ের সঙ্গে সঙ্গে শক্তি বাড়িয়ে আজ প্রথমে নিম্নচাপের আকার নেবে। তারপরে প্রথমে নিম্নচাপ এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সময়ে ওই ওয়েদার সিস্টেম উত্তর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর বরাবর দেশের মূল ভূখণ্ডের দিকে এগোতে শুরু করবে। বুধবার নাগাদ সমুদ্রের উপর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে সুস্পষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘দানা’-তে পরিণত হওয়ার সম্ভাবনা।
+ There are no comments
Add yours