বাংলা সরকার সিপি, ডিএমই, ডিএইচএস অপসারণ করেছে;কে হবেন নতুন পুলিশ কমিশনার
#rgkarmedicalcollegedoctordeath#RGKarProtest#RGKarMedicalCollegeandHospital#rgkarmedicalcollege#rgkar#MamtaBanerjee#policeman#kolkata#asianewslive#asianews
আরজি কর কাণ্ডের পরই পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। তাঁর পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানও করেছিলেন জুনিয়র ডাক্তাররা। সেই পর্যন্ত সেই দাবি মেনে নেওয়া হয়েছে।
চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, পদত্যাগ করবেন বিনীত গোয়েল। আজ, মঙ্গলবারই নতুন পুলিশ কমিশনারের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো এদিন বিকেল ৪টেয় পদত্যাগ করবেন বিনীত গোয়েল। তবে নতুন সিপি কে হতে চলেছেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। সামনে আসছে একাধিক আইপিএস অফিসারের নাম।সিপি হিসেবে প্রথমেই সামনে আসছে নিরাপত্তা উপদেষ্টা পীযূষ পান্ডের। এছাড়াও জল্পনা রয়েছে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, এডিজি আইবি জাভেদ শামিম। তবে অজয় রানাডের নামও চর্চায় রয়েছে।
+ There are no comments
Add yours