বাইক আরোহী কে বাঁচাতে গিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস, মর্মান্তিকভাবে মৃত্যু ৯জনের
ফের ভয়াবহ পথ দুর্ঘটনার জেরে অন্তত নয় জনের মৃত্যুর মর্মান্তিক ঘটনা উঠে এলো খবরের শিরোনামে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গোণ্ডিয়া জেলার মহারাষ্ট্রের বিন্দ্রাবন টোলা গ্রামের কাছে। এই দুর্ঘটনার জেরে অনেকে আহত হয়েছেন। একটি বাইক আরোহী কে বাঁচাতে গিয়ে মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট এর ওই যাত্রীবাহী বাসটি উল্টে যায়। শুক্রবার দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় একাধিক মৃত্যুর জেরে ওই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যাহত হয় স্বাভাবিক যান চলাচল।
সেখানে সেখানে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যাত্রীবাহী ওই বাসটি নাগপুর থেকে গোণ্ডিয়া যাচ্ছিল। বাস রাস্তার মোড়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দ্রুতগতিতে একটি বাইক সেখানে চলে আসে। বাইক আরোহী কে বাঁচাতে গিয়ে বাসের চালক তৎক্ষণা বাসটি ঘুরিয়ে দেন যার কারণে দ্রুতগামী বাস টি টাল সামলাতে না পেরে একেবারে উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসে ৩৫ জনেরও বেশি যাত্রী উপস্থিত ছিল। ঘটনাস্থলে কয়েকজন যাত্রীর মৃত্যু ঘটে।
আহত যাত্রীদের কে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন ।ঘটনার জেরে আহতের সংখ্যা নেহাত কম নয় আরো বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে ।ইতিমধ্যে মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।প্রত্যেকের দেহ সনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি করে সেখানে হাজির হয় স্থানীয় পুলিশ।
আহত যাত্রীদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও দুর্ঘটনার পরে বাস চালক পলাতক ।তাকে খোঁজার চেষ্টা করছে পুলিশ । ক্রেনের সাহায্যে উল্টে যাওয়া বাসটি সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনা সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।এই ঘটনার জেরে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে খবর জানা যাচ্ছে।