ঘরের ভেতর বাজি ফাটাতে গিয়ে তিন শিশুঅগ্নিদগ্ধ হয়ে মৃত্যু। ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়া তে। এ দিন সন্ধ্যা ৭টা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে উলুবেড়িয়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বাণীতলায়৷ আগুনে ভষ্মীভূত হয়ে গিয়েছে একটি বাড়িও৷
স্থানীয় সূত্রের মাধ্যমে জানা যায়, এদিন সন্ধ্যাবেলায় ঘরের ভেতরে বাজি পোড়াচ্ছিলো, আচমকায় বাজির থেকে আগুনের ফুলকি বাড়ির একটি অংশে লেগে যায়, আর তার থেকেই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায়। ওই বাড়ির নিচে ছোট্ট একটি দোকান ছিল এবং ওই দোকানের মধ্যে স্থানীয় সূত্রে জানা যায় অনেক দাহ্য পদার্থ মজুত ছিল যার কারনে খুব তাড়াতাড়ি আগুনের কবলে চলে যায় গোটা বাড়ি, দাউ দাউ করে জ্বলতে থাকে. এরপরে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে দমকলে ফোন করে, ভিতরে ঐ শিশুদের উদ্ধার করার চেষ্টাও করে স্থানীয়রা কিন্তু অগ্নিদগ্ধ হয়ে মারা যায় ওই তিন শিশু।
ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিনও৷ আগুন কিছুটা নিয়ন্ত্রণে এনে তিনটি শিশুকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করে৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মৃত তিন শিশুর নাম,
শ্রাবন্তিকা মিস্ত্রি, বয়স ১১। মুমতাজ খাতুনব বয়স ৫ ।এবং ঈশান ধারা বয়স ৩ ৷ মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এখনো পর্যন্ত দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টার প্রয়াস চালিয়ে যাচ্ছে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের কর্মীরা হিমশিম খেয়ে যায়। তবে উলুবেড়িয়া থানার পুলিশ ইতিমধ্যে হাজির হয়েছে। দমকল কর্মীরা পুরোদমে চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন কে পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে আনার। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে কিভাবে এই আগুন লাগার মতো ঘটনা ঘটলো বাজে পোড়াতে গিয়ে কিভাবে বিধ্বংসী ভাবে আগুন লাগল তা নিয়ে অবশ্যই সন্দেহ রয়েছে পুরো বিষয়টাই পুলিশ খতিয়ে দেখবে।