আয়করে বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশান, ৫০ থেকে বেড়ে হল ৭৫ হাজার টাকা
মঙ্গলবার, ২৩ জুলাই সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তৃতীয় মোদী সরকারের এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এই নিয়ে টানা সপ্তমবার বাজেট পেশ করবেন তিনি। কৃষি থেকে শুরু করে শিল্পক্ষেত্র, আয়কর বা এমএসএমই – কী কী ঘোষণা হবে বাজেটে? আসুন তা এক নজরে দেখে নেওয়া যাক …

নয়া আয়কর কাঠামোয় বদলের ঘোষণা, এর ফলে আয়করদাতার সাড়ে ১৭ হাজার টাকা বাঁচবে বলে দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।

আয়করে বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশান, ৫০ হাজার থেকে বেড়ে হল ৭৫ হাজার টাকা।
ক্যাপিটাল গেনে বাড়ল কর ছাড়ের ঊর্ধ্বসীমা। ১ লাখ টাকা থেকে বেড়ে হল ২.২৫ লাখ টাকা।
টিডিএস রেট ই কমার্সের উপর কমানো হল: নির্মলা, টিডিএস দেরিতে দিলে কমবে জরিমানা: নির্মলা।

আয়কর আইনকে সহজ ও স্বচ্ছ করার চেষ্টা করা হবে। এতে যাতে মামলার পরিমাণ কমে সেদিকে নজর দেওয়া হবে: নির্মলা।

বাজেটে দাম বাড়ল পিভিসি পাইপের।

মোবাইল ফোনের ক্ষেত্রে বিসিডি কমানো হল: নির্মলা সীতারামন, ফলে মোবাইল ফোনের দাম কমার রয়েছে সম্ভাবনা।

৩টি ক্যান্সারের ওষুধে আমদানি শুল্ক সম্পূর্ণ তুলে দেওয়া হল: নির্মলা সীতারামন

শুল্কের ক্ষেত্রে ভারতীয় পণ্য যাতে সুবিধা সেদিকে নজর দেওয়া হবে: নির্মলা সীতারামন

সরকার রাজকোষ ঘাটতি কমানোর ব্যাপারে দায়বদ্ধ। এটিকে ৪.৫ শতাংশে নামিয়ে আনা হবে। কেন্দ্রের ঋণের পরিমাণ কমানো হবে: নির্মলা।
রাজকোষ ঘাটতি ৪.৯ শতাংশ, বাজেটে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

বিশাখাপত্তনম চেন্নাই করিডোরের কাজ দ্রুত শুরু করা হবে: নির্মলা

মহাকাশ প্রযুক্তি উন্নয়নে জোর দিতে এক হাজার কোটি টাকার একটি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড তৈরি হবে: নির্মলা

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় উপকৃত হবে ২৫ হাজার গ্রামীণ এলাকা: নির্মলা

কলকাতা অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডোরের ঘোষণা হল কেন্দ্রীয় বাজেটে।

নালন্দা ও রাজগীরের পর্যটক কেন্দ্রের উন্নতি করা হবে: নির্মলা সীতারামন।

বিহারের বিশ্বপাদ মন্দির করিগড় ও মহাবলী মন্দির করিডোর তৈরি করা হবে: নির্মলা

অসম, হিমাচলপ্রদেশ, সিকিমকে বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করা হবে: নির্মলা সীতারমন।

বিহারে পাটনা পূর্ণিমা এক্সপ্রেস তৈরি করা হবে: নির্মলা

বিহারে সেচ ও বন্যা নিয়ন্ত্রণের জন্য ১১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
বিহারে হাইওয়ের জন্য বরাদ্দ ২৬ হাজার কোটি টাকা: নির্মলা সীতারামন

অন্ধ্রপ্রদেশের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

বিহারে নতুন মেডিক্যাল কলেজ ও বিমান বন্দর তৈরি করা হবে, বাজেটে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।

বিহারে ২১ হাজার কোটি টাকার পাওয়ার প্ল্যান্ট: নির্মলা।

শহরে আবাস যোজনায় ১০ লাখ কোটি টাকা বরাদ্দ: কেন্দ্রীয় অর্থমন্ত্রী

জনজাতি উন্নয়নে ৬৩ হাজার গ্রামকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে: কেন্দ্রীয় অর্থমন্ত্রী

গ্রামোন্নয়নে ২.৬৬ লাখ কোটি টাকা বরাদ্দ: নির্মলা

কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণে বিশেষ উদ্যোগ। হস্টেল তৈরি করবে সরকার, মহিলাদের দক্ষতা বৃদ্ধির দিকেও নজর দেওয়া হবে। বাজেট বক্তৃতায় জানালেন নির্মলা সীতারামন

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য জন্য রপ্তানি হাব ও ক্লাস্টার তৈরি করা হবে: নির্মলা

দেশের পূর্ব দিকের চার রাজ্য পশ্চিমবঙ্গ, ওডিশা, অন্ধ্রপ্রদেশ এবং বিহারের উন্নয়নের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।

কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণে বিশেষ উদ্যোগ। হস্টেল তৈরি করবে সরকার, মহিলাদের দক্ষতা বৃদ্ধির দিকেও নজর দেওয়া হবে। বাজেট বক্তৃতায় জানালেন নির্মলা সীতারমন

মুদ্রা লোন বাড়িয়ে ২০ লাখ টাকা করা হল। যাঁরা আগের লোন শোধ করছেন, তাঁরা আরও বেশি ঋণ পাবেন: নির্মলা

মহিলাদের স্কিল ডেভলপমেন্টে ৩ লাখ কোটি টাকা বরাদ্দ: নির্মলা

প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও ৩ কোটি বাড়ি: নির্মলা

কৃষি খাতে ১.৫২ লাখ কোটি টাকা বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

ছোট সংস্থাগুলির কর্মীদের EPF-এ ভর্তুকি: নির্মলা।

প্রথম চাকরিজীবীদের জন্য পিএফে এক মাসের বেতনের সমমূল্য দেবে সরকার, তিন কিস্তিতে তা দেওয়া হবে: নির্মলা

শিক্ষা ক্ষেত্রে ঋণ: ১০ লাখ টাকা পর্যন্তলোন পেতে সাহায্য করবে সরকার। দেশের মধ্যে পড়াশোনার জন্য এটা মিলবে। ই ভাউচারচালু করা হবে। এক লাখ পড়ুয়াকে যা সরাসরি দেওয়া হবে।

শিক্ষা ও প্রশিক্ষণ ক্ষেত্রে জোর, ১.৪৮ লাখ কোটি টাকাবরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

৫ রাজ্যে চালু হবে কিষাণ ক্রেডিট কার্ড: নির্মলা

কৃষি ক্ষেত্রে সমবায়ের দিকে নজর দেওয়া হবে: নির্মলা
ভোজ্য তেলে স্বনির্ভর হওয়ার চেষ্টা করা হবে: নির্মলা

এক কোটি কৃষককে ন্যাচরাল ফার্মিংয়ের মধ্যে নিয়ে আসা হবে: নির্মলা।

কৃষি গবেষণায় জোর দেওয়া হচ্ছে। যাতে উৎপাদনশীলতা বাড়ে: নির্মলা

বিকশিত ভারতের লক্ষ্যে কাজ করবে সরকার: নির্মলা
আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতে আর্থিক বৃদ্ধির হার স্থিতিশীল: নির্মলা

এই বাজেটে কর্মসংস্থান, মধ্যবিত্তের উত্তরণ ও দক্ষতা বৃদ্ধির উপর জোর দেওয়া হবে: নির্মলা।

সকাল ১১টা নাগাদ বাজেট বক্তৃতা শুরু। নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটাই তাঁর সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author