বাতাসে শীত শীত ভাব, কবে থেকে কমছে তাপমাত্রা? আবহাওয়ার পূর্বাভাস
রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে চলেছে। কোনও জেলাতেই নেই বৃষ্টির সম্ভাবনা। রবিবার কালিম্পং ও দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে।
আজ, রবিবার থেকে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া প্রবেশ করবে বঙ্গে। ফলে তাপমাত্রা অনেকটাই কমে যাবে।
রাত বাড়লেই এখন শীত শীত ভাব। কমাতে হচ্ছে পাখার গতি। ভোরের দিকে আবার চাদরও টেনে নিতে হচ্ছে। মোটামুটি বঙ্গে শীতের আগমনীর বার্তা দিচ্ছে আবহাওয়া। তবে নভেম্বরের শুরুতেই আর আগের মতো শীত পড়ে না। কালীপুজোর আগে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তার পরই ধীরে ধীরে আরও কমবে পারদ। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবারের পর থেকে রাজ্যে ঢুকতে শুরু করবে উত্তর-পশ্চিমের শীতল বাতাস। আগামী তিন থেকে চার দিনের মধ্যে আরও ২ থেকে ৩ ডিগ্রি নামবে পারদ।
কালীপুজো আগামী ৩১ শে অক্টোবর,বৃহস্পতিবার. ২৯ শে অক্টোবর ধনতেরাস মঙ্গলবার. ভাইফোঁটা ৩রা নভেম্বর।
তার আগেই থেকে কমবে তাপমাত্রা। থাকবে শীতের অনুভূতি। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২১-২২ ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যেতে পারে বলে পূর্বাভাস। ফলে বলাই যায়, শীত বঙ্গের দরজায় কড়া নাড়তে শুরু করে দিল।