বাবা শাহরুখের জীবন নিয়ে আরিয়ানের সিরিজ

কন্যা সুহানা খানের অভিনয়ে অভিষেক হয়েছে। চলছে পরের সিনেমার কাজও। ‘দ্য কিং’ নামের সুজয় ঘোষের সেই সিনেমায় সুহানার সঙ্গে আছেন বাবা শাহরুখ খানও। তবে আরিয়ান খান বাবা শাহরুখ ও বোন সুহানার মতো অভিনয়ে আসবেন না, কাজ করবেন ক্যামেরার পেছনে। এবার জানা গেল, আরিয়ানের পরিচালনায় প্রথম সিরিজের খবর।
গতকাল মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডলে পুত্র আরিয়ানের প্রথম সিরিজের খবর জানিয়েছেন শাহরুখ নিজেই। পরে নেটফ্লিক্স ও গৌরী খানের পক্ষ থেকেও আলাদা বিবৃতি দেওয়া হয়। নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় থাকা সিরিজটি তৈরি হয়েছে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায়।সিরিজের ঘোষণা দিয়ে শাহরুখ লিখেছেন, ‘আজ একটা বিশেষ দিন। কারণ, নতুন একটা সিরিজের কথা দর্শকদের জানাতে পারছি। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও আরিয়ান খান তাদের নতুন সিরিজের যাত্রা শুরু করছে নেটফ্লিক্সের হাত ধরে। এটা অশান্ত একটা গল্প। বিশৃঙ্খলা, সাহসী দৃশ্য, মজা ও আবেগ সবই আছে।’জানা গেছে, ২০২৫ সালে সিরিজটি মুক্তি পাবে। বলিউডের ফিল্মি দুনিয়ার নানা ঘটনা উপজীব্য করে তৈরি হয়েছে সিরিজটি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সিরিজটি তৈরি হয়েছে শাহরুখ খানের জীবনের নানা ঘটনার প্রেরণায়। অর্থাৎ নিজের প্রথম পরিচালনায় বাবার জীবনের গল্প নিয়ে হাজির হচ্ছেন আরিয়ান।

সিরিজটির ঘোষণা দিয়ে নেটফ্লিক্সের পক্ষ থেকে বলা হয়েছে, এই সিরিজে বলিউডকে এমনভাবে তুলে আনা হয়েছে, যা আগে কখনোই হয়নি। সিরিজের ঘোষণার পর থেকেই অন্তর্জালে অনেক দর্শক উচ্ছ্বাস প্রকাশ করেছেন।সিরিজটির মুক্তির দিন জানা যায়নি। এতে কে কে অভিনয় করেছেন, সেটাও প্রকাশ করা হয়নি

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author