বিজেপির ডাকে ১২ ঘণ্টা বাংলা বনধ্! বিক্ষিপ্ত অশান্তি জেলায় জেলায়,
রাজ্য সড়কের বেলতলা সংলগ্ন এলাকায় সরকারি বাসে হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। সরকারি বাস ভাঙচুর চালিয়ে পালিয়ে যায় বলে শোনা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ। ভাঙচুর হওয়া বাসের যাত্রীদের অপর একটি বাসে পাঠিয়ে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।
বহরমপুর: রেল অবরোধ বিজেপি কর্মীদের। লালগোলা-রানাঘাট ইএমইউ অবরোধ করে বিক্ষোভকারীরা। মিনিট দশেক অবরোধ থাকার পর রেল পুলিশ বিজেপি কর্মীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলে অবরোধ উঠে যায়।
নামখানা: ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল বিজেপি কর্মী সমর্থকেরা। ঘটনাস্থলে নামখানা থানার পুলিশ। প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে চলছে পথ অবরোধ করে বিক্ষোভ। এই মুহূর্তে বিক্ষোভকারীরা জাতীয় সড়কের উপর বসে বিক্ষোভ দেখাছেন।
পুরুলিয়া: পুরুলিয়া – আদ্রা শাখার রেল লাইনে দাঁড়িয়ে রেল অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও পুরুলিয়া সদর থানার পুলিশ ।
নদীয়া: শিয়ালদা- শান্তিপুর শাখার শান্তিপুর রেলস্টেশনে বিজেপির কর্মী সমর্থকদের রেল অবরোধ করে বিক্ষোভ। নেতৃত্বে রাণাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার
বাঁকুড়া: বিরোধিতা করে পথে নামল তৃণমূল। বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে বেসরকারি বাস বের করা হল রাস্তায়।
বারাসত: বারাসত স্টেশনে বিজেপি কর্মী সমর্থকরা রেল অবরোধ করে। তৃণমূল কর্মী সমর্থকরা অবরোধ তুলতে এলাকায় উত্তেজনা ছড়ায়
বাসন্তী: বাসন্তী হাইওয়ের পালবাড়ি বাজারের কাছে বিজেপির পথ অবরোধ। পুলিশ বিজেপি নেতা বিকাশ সর্দারকে আটক করার পরে অবরোধ উঠে যায়।
জামুরিয়া: বাজারে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ। প্রচুর সংখ্যক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামুরিয়া সিনেমা মোড়ের কাছে দু’টি মিছিল মুখোমুখি হয়ে গেলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর: বিজেপির ডাকা বনধের প্রভাব ঘাটালে সেভাবে না পড়লেও বাস চলাচল কম থাকায় হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। বাসের অপেক্ষায় ঘাটালের সেন্ট্রাল বাস স্ট্যান্ড, ঘড়ি মোড় সহ বিভিন্ন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। তৃণমূলের দলীয় পতাকা নিয়ে জমায়েত তৃণমূলের কর্মী সমর্থকদের।
+ There are no comments
Add yours