প্রথম জাতীয় মহাকাশ দিবস, আগামীকাল দেশ জুড়ে পালিত হবে। গতবছর এই দিনে ভারতের চন্দ্রযান-থ্রি মিশনের বিক্রম ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠে নিরাপদে অবতরণ করেছিল। এই উপলক্ষ্যে আয়োজিত মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নতুন দিল্লির ভারত মণ্ডপে আয়োজিত জাতীয় মহাকাশ দিবসের মূল ভাবনা- ‘টাচিং লাইভ্স হোয়াইল টাচিং দ্য মুন- ইন্ডিয়াস স্পেস সাগা’ । গতকাল নতুন দিল্লীতে আয়োজিত কার্টেন রেজারে মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, এই দিনটি শুধুমাত্র উদ্যাপনের উপলক্ষ্য নয়, আত্মচিন্তন এবং ভবিষ্যতের রূপরেখা তৈরীর দিবস’, আগামী ১০ বছরে ভারতের মহাকাশ অর্থনীতি বৃদ্ধি পেয়ে ৪’হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে পৌছবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.
You May Also Like
More From Author
Cancel reply
You must be logged in to post a comment.
+ There are no comments
Add yours