বুদ্ধবাবুর শেষযাত্রায় বিধানসভায় মিশে গেলো সব রং একসারিতে,
শ্রদ্ধাজ্ঞাপন শুভেন্দু অধিকারী অভিষেকের । মেয়র ফিরহাদ হাকিম। চন্দ্রিমা ভট্টাচার্য, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বুদ্ধদেবের স্ত্রী মিরা ভট্টাচার্য, তার সন্তান সুচেতা ভট্টাচার্য রয়েছেন।
১৯৭৭ এ প্রথম্বার প্রবেশ বিধানসভায়।
এগারো বছরের মুখ্যমন্ত্রী ,ছয় বারের বিধায়ক। ১৯৭৭ থেকে দীর্ঘ রাজনৈতিক জীবনের সাক্ষী। আজকে তার বিদায় বেলায় শ্রদ্ধায় স্মরণ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।
এরপর বিধানসভার থেকে তার মরদেহকে নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে দলীয় কার্যালয়ে। সেখানে তিনটে পর্যন্ত তার মরদেহ শায়িত রাখা হবে। তারপর নীলরতন সরকার মেডিক্যাল কলেজ এ দেহ দান করা হবে।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.