লোকসভার ভোটের পরে মঙ্গলবার দিল্লি থেকে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করল এআইসিসি। এদিন পশচিমবঙ্গে ২টি কেন্দ্রের পাশাপাশি হিমাচল প্রদেশের দেহরাও প্রার্থী দিয়েছে হাত শিবির। রায়গঞ্জে প্রার্থী হয়েছেন মোহিত সেনগুপ্ত। বাগদায় প্রার্থী হয়েছেন অশোক হালদার।অন্যদিকে, হিমাচল প্রদেশের দেহরাতে প্রার্থী হয়েছেন কমলেশ ঠাকুর। রায়গঞ্জ এবং বাগদা আসনে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের তরফে নাম ঘোষণার পর থেকেই শুরু হয়েছে বাম-কংগ্রেস জোট নিয়ে জল্পনা। শুক্রবার বামফ্রন্টের বৈঠক শেষে কংগ্রেসের জন্য রায়গঞ্জ বিধানসভা আসনটি ছেড়ে রেখে বাকি তিনটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছিল বামেরা। জানানো হয়েছিল, কলকাতার মানিকতলা এবং নদিয়ার রানাঘাট দক্ষিণে সিপিএম লড়াই করবে।
উত্তর ২৪ পরগনার বাগদায় লড়বে ফরওয়ার্ড ব্লক। বামফ্রন্টের বড় শরিক সিপিএমের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ভালো হলেও, বাম শরিক ফরওয়ার্ড ব্লকের সঙ্গে কংগ্রেস নেতৃত্বের সম্পর্ক মোটেই ভালো নয়।
বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা এ আই সি সি র
